ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নজরুল ইসলাম খান ও কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত

নজরুল ইসলাম খান ও কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৯:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কামাল ইবনে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার নজরুল ইসলাম খানের করোনার পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আর কামাল ইবনে ইউসুফ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছেন। অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×