ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ঘুষ চাওয়ার অভিযোগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারী বরখাস্ত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারী বরখাস্ত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ০৮:১৩

ঘুষ চাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যাটর্নি জেনারেল অফিসের অফিস সহায়ক মো. মহাসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের নির্দেশক্রমে বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই আদেশ জারি করেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, কেউ অনিয়ম করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কড়া পদক্ষেপ নেওয়া হবে। মহসীনের বিরুদ্ধে সিদ্ধান্তের মাধ্যমে সবার কাছেই এই বার্তা দেওয়া হয়েছে।

জানা যায়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিস সহায়ক মহাসীন আলী কর্মরত অবস্থায় আইনজীবী মো. খুরশীদ আলমকে মোবাইলে জানান যে, তার (খুরশীদ আলম) মামলা ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিত করার প্রস্তুতি চলছে। তাকে (মহাসীন) ১০ হাজার টাকা দিলে সে নোট কমিউনিকেট করবে না। পরে ওই আইনজীবী মোবাইলের কথোপকথনের অডিও রেকর্ডসহ অ্যাটর্নি জেনারেল বরাবরে মহসীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় মহাসীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

×