ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধর্ম নিয়ে কটূক্তি: বাউলশিল্পী রিতাসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

ধর্ম নিয়ে কটূক্তি: বাউলশিল্পী রিতাসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ১৩:৪৩

পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন পিবিআইর প্রতিবেদন আমলে নিয়ে বুধবার এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত অন্য দু'জন হলেন- শাজাহান ও ইকবাল।

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৩১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে চরম 'ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ' মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ওই ভিডিও ভাইরাল হয়। এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে- এমন অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলা করা হয়। পরে বাদীর জবানবন্দি নেওয়ার পর আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


আরও পড়ুন

×