নগর ব্যবস্থাপনার নিয়ম মেনেই উন্নয়ন করতে হবে: এলজিআরডি মন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ১২:৪৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নগর ব্যবস্থাপনার নিয়ম মেনেই বাসিন্দাদের উন্নয়ন করতে হবে। যেন সবার থাকার চাহিদা পূরণ হয়, রাস্তাও সংকুচিত না হয়।
বৃহস্পতিবার সকালে এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বসবাস। তাদের জীবিকার জন্য অবকাঠামোর পাশাপাশি পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।
'দরিদ্রবান্ধব জলবায়ু ও দুর্যোগ সহনশীল নগর উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)। সহযোগিতায় ছিল বিআইপি, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ এবং বিআইজিডি। সিটি করপোরেশন, পৌরসভাসহ সারাদেশ থেকে ২০ জন মেয়র এই সেমিনারে অংশ নেন।
সেমিনারে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারসের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। সেমিনার সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
রাস্তায় হকারদের টেকসইভাবে বসানোর বিষয়ে নতুন ধারণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মেয়র আতিকুল ইসলাম বলেন, বস্তি ও অনিয়মিত কাজই শহরের গরিব মানুষের জন্য বেঁচে থাকার উপায়। তাই টেকসই বস্তি ব্যবস্থাপনা ও নগরের বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে।
ড. আইনুন নিশাত দরিদ্রবান্ধব, জলবায়ু ও দুর্যোগ সহনশীল নগর উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতায়ন, বিতরণযোগ্য কার্যক্রম এবং সামাজিক জবাবদিহিতার ওপর জোর দেন।
- বিষয় :
- তাজুল ইসলাম
- এলজিআরডি মন্ত্রী