বিএসএমএমইউকে সুরক্ষা সামগ্রী দিয়েছে সুচিন্তা ফাউন্ডেশন

করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে সুচিন্তা ফাউন্ডেশন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ১০:৩৪
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সুচিন্তা ফাউন্ডেশনের 'নো মাস্ক, নো সার্ভিস' ক্যাম্পেইন চলছে।
এর অংশ হিসেবে সোমবার করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে সুচিন্তা ফাউন্ডেশন।
বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে (এক্সটেনশন) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে এক হাজার পিপিই, এক হাজার কেএন-৯৫ মাস্ক, দেড় হাজার গ্লাভস এবং পাঁচশ গগলস হস্তান্তর করেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাত।
সুরক্ষা সামগ্রী দেওয়ায় সুচিন্তা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এটি খুবই মহৎ একটি কাজ। এমন করে সম্মুখযোদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসা উচিত। এই করোনায় অনেক চিকিৎসককে প্রাণ দিতে হয়েছে। আর হারাতে চাই না। শুধু চিকিৎসকদের নয়, সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাই হাসপাতাল কর্তৃপক্ষও 'নো মাস্ক, নো সার্ভিস' চালু করেছে।
মোহাম্মদ এ. আরাফাত জানান, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই এই ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিএসএমএমইউ। চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা নিশ্চিত করে আসছেন। তাই সুচিন্তার পক্ষ থেকে সামান্য কিছু সুরক্ষা সামগ্রী দিয়ে এই সম্মুখযোদ্ধাদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।
বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক ও সুচিন্তা বাংলাদেশের দপ্তর সম্পাদক ইমদাদুল হক সুজনসহ হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তারা এবং সুচিন্তার স্টুডেন্ট উইংয়ের সদস্যরা।