সালমান শাহ হত্যামামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি ১০ জানুয়ারি

সালমান শাহ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৫
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পিবিআই’র দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এদিন মামলার বাদীর এক আইনজীবী অসুস্থ থাকায় আদালতের কাছে সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন বিচারক।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। তার আগের দিন আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
- বিষয় :
- সালমান শাহ হত্যা
- সালমান শাহ