ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: আইনমন্ত্রী

করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: আইনমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:৫০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:৫৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতি সব সময় পালনের চেষ্টা করে সরকার এবং চলমান করোনা পরিস্থিতিতেও এ বিষয়ে কোনো আপোস হবে না।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব অপরাধের জবাবদিহিতা করতে হবে যাতে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে।

মানবাধিকার দিবস-২০২০ উদ্‌যাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্ব এতে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মূখার্জী, বাংলাদেশে জাতিসংঘর আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ বক্তব্য দেন। এর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা হয়।

গৃহ ও যৌন নির্যাতনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব অপরাধ কখনই সহ্য করা হবে না। শুধু আইন করে ও সাজা বাড়িয়ে এসব নির্যাতন বন্ধ হবে না। জনগণকেও সোচ্চার হতে হবে। এ ব্যাপারে মানবাধিকার কমিশনেরও যথেষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

×