ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্বাধীনতাবিরোধী চক্রই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে: খাদ্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধী চক্রই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে: খাদ্যমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ১০:২০

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ পৃথিবীর প্রায় সকল দেশেই ভাস্কর্য রয়েছে। পাকিস্তানে মহাকবি ইকবাল, তুরস্কে মোস্তফা কামাল পাশা, মিশরে ইব্রাহিম পাশা, ইরানে মুসলিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ভাস্কর্য রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরাক, তিউনিশিয়াসহ প্রায় সকল মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে। 

তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। কারণ তারা আতঙ্কিত। তারা মুজিব আদর্শকে ভয় পায়।

শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত "মুজিব জন্মশতবর্ষ ও চলমান বিষয় নিয়ে আলোচনা সভায়" প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারি নাই, কিন্তু আমাদের মাঝে জাতির পিতার আদর্শ রয়েছে। আমরা যেমন নিজেদের রক্ষা করবো, তেমনি বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা করবো এবং তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। 

তিনি বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। বঙ্গবন্ধুকে আমরা পঁচাত্তরের ১৫ আগস্ট রক্ষা করতে পারি নাই। কারণ সে সময় মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুরের মতো মুখোশধারী ষড়যন্ত্রকারীরা ছিল, তারা এখনও আছে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। 

খাদ্যমন্ত্রী এ সকল স্বাধীনতা বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, তাদের এ ধরণের ঘৃণ্য কার্যকলাপ বাংলাদেশের মানচিত্রের প্রতি অবমাননা, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর চরম আঘাত। এজন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে করে তুলে, নিজেরা ঐক্যবদ্ধ থেকে নিজেদের সামর্থ্য দিয়ে, শক্তি দিয়ে এই সকল দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে। 

তিনি বলেন, আমাদের সংগঠনগুলোকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে সুসংগঠিত করতে হবে, স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার এ উন্নয়নের প্রশংসা করেন। তাকে আমরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের দিকেই মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতে চাই। আর এ সমস্ত দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে মোকাবিলা করার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাই যথেষ্ট। আমরাই তাদের মোকাবেলা করবো, প্রতিহত করবো। 

এজন্য সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, আওয়ামী লীগ নেতা এমএ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু, আলহাজ্ব আবু তৌহিদ, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, রেজাউল করিম রেজা, লিটন হাওলাদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার রানা প্রমুখ।

আরও পড়ুন

×