ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অর্থ পাচার নিয়ে বৈঠক অ্যাটর্নি জেনারেলের

অর্থ পাচার নিয়ে বৈঠক অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১৩:০৩

অর্থপাচারকারীদের নাম-ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা হাইকোর্টকে জানাতে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রধানের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় ঘণ্টা সভা করার পর অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, সংশ্নিষ্টদের কাছে অর্থ পাচার নিয়ে যেসব তথ্য আছে তা লিখিতভাবে জমা দেবেন। পরে এটা হলফনামা করে আদালতকে জানানো হবে।

জানা যায়, অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকারী আন্তর্জাতিক সংস্থা এগমন্ড গ্রুপের সদস্য বাংলাদেশ। চুক্তি বা শর্ত অনুযায়ী চাইলেই অর্থপাচারকারীদের নাম-পরিচয় প্রকাশ করতে পারে না জাতীয় কোনো সংস্থা। কিন্তু হাইকোর্ট অর্থপাচারকারীদের নাম-পরিচয় জানতে চেয়েছেন।

এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, না, হয়নি। দুদকের প্রতিনিধি হিসেবে আইনজীবী খুরশীদ আলমও সভায় অংশ নিয়েছিলেন। গত ১৮ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিদেশে অর্থ পাচারে জড়িত ২৮ সরকারি কর্মকর্তার তালিকা সরকারের কাছে রয়েছে বলে জানান।

বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে গত ২২ নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। আদেশে অর্থপাচারকারীদের নাম-ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানাতে চাওয়া হয়।

আরও পড়ুন

×