বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় কেন্দ্র ভাঙচুর, আটক ১২

বার কাউন্সিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৭:০০
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বার কাউন্সিল নির্ধারিত কেন্দ্রে সকাল ৯টা থেকে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
তবে পরীক্ষায় প্রশ্ন ‘কঠিন’ হয়েছে এবং করোনাকালে লিখিত পরীক্ষা গ্রহণের প্রতিবাদে কয়েকটি কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ‘মুচলেকা’ নিয়ে ছেড়ে দেওয়া বা আদালতে হাজির করার বিষয়ে বার কাউন্সিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে সংশ্নিষ্ট থানার আইনশৃঙ্খলা বাহিনীর।
এ বিষয়ে বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা জজ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দুটি হলে ভাঙচুরের ঘটনা শুনতে পেয়েছি। যারা পরীক্ষা না দেওয়ার আন্দোলন করেছিল, তারাই এমনটি করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। তবে দ্বিতীয়বারে অনুত্তীর্ণ হলেও তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।
সে অনুসারে ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৫০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
- বিষয় :
- বার কাউন্সিল