মামলাজট না কমালে জনগণ বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ১৩:৩৭
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে ৩০ লাখেরও বেশি মামলা বিচারাধীন। এই মামলাজট না কমাতে পারলে জনগণ বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবে। তিনি বলেন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিচার ব্যবস্থার ওপর যদি জনগণ আস্থা হারায়, এর পরিস্থিতিটা কী হবে সেটা সবাই জানেন।
রোববার সরকারি কৌঁসুলি (জিপি) ও পাবলিক প্রসিকিউটরদের (পিপি) জন্য আয়োজিত ২২তম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার বক্তব্য দেন।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীরা যাতে দ্রুত বিচার পায় তার ব্যবস্থা করতে হবে। বিশ্বে এখন আদালতের বাইরে ৯০ শতাংশ মামলা নিষ্পত্তি হয়। আমাদেরও বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকে যেতে হবে। জিপি-পিপিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অল্প সময়ে প্রশিক্ষণ নিয়ে ভার্চুয়াল কোর্ট সিস্টেমকে সাফল্যমণ্ডিত করেছেন। এতে আমাদের মুখ সারাবিশ্বে উজ্জ্বল হয়েছে। কৌঁসুলিদের বেতন বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে আনিসুল হক বলেন, আমি দেখেছি, আপনাদের যে ভাতা বা ফি দেয়া হয় সেটা অত্যন্ত অপমানজনক। এটা পরিবর্তন করার চেষ্টা হচ্ছে।
- বিষয় :
- আইনমন্ত্রী
- আনিসুল হক
- বিচারাধীন মামলা