ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আইএসইউতে বিজয় দিবসের আলোচনা সভা

আইএসইউতে বিজয় দিবসের আলোচনা সভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ | ০৮:০৮

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৬৯ মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ.টি.এম. কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. লুৎফর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, ভূখণ্ড, সংবিধান ও মানচিত্র। সেই সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শেষভাগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন

×