ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৮:২৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রোববার রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য।

এদের মধ্যে ডেপুটি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এএনএফ মারুফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের নেতৃত্বে ইউনিট-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

সোমবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মো. তওফিক মাহবুব চৌধুরী এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের সার্বিক সাফল্য কামনা করে বিমান বন্দরে বিদায় জানান। 

আরও পড়ুন

×