ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কিউএমজির দায়িত্ব নিলেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ

কিউএমজির দায়িত্ব নিলেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ

এস এম শফিউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:৩৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:৫২

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ র্দীঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অ্যার্টডকের জিওসি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনা সদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে এস এম শফিউদ্দিন আহমেদ মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×