বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক লেলিনও চলে গেলেন

ডা. লুৎফর কাদের লেলিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ১১:২৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ১১:২৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন মারা গেছেন। বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, সন্তান রেখে গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত ডা. লেলিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়।
এ চিকিৎসকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল মন্তব্য করে ডা. সামন্ত লাল সেন বলেন, কী বলব, একজন সম্ভাবনাময় চিকিৎসক, অত্যন্ত ভালো, সৎ মানুষ। ভাবছিলাম ভবিষ্যতে তাকে এই হাসপাতালের দায়িত্ব দেওয়া হবে। এই ছেলেটা চলে গেলেন!
ডা. লুৎফর কাদের লেলিন ঢাকা মেডিকেল কলেজের কে-৪৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন এই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।
এক শোকবার্তায় বিএমএ নেতারা প্রয়াতের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল পর্যন্ত দুই
ডেন্টাল সার্জনসহ মোট ১২৭ জন চিকিৎসক প্রাণঘাতী করোনায় মারা গেছেন।