যুক্তরাজ্য ফেরত ১৬ যাত্রী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৮:০৮
যুক্তরাজ্য থেকে দেশে ফেরত ১৬ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে পৃথক চারটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটে করে এসব যাত্রী ঢাকার বিমানবন্দরে পৌঁছান। তাদের বহনকারী এয়ারলাইন্সগুলো হচ্ছে, কাতার, টারকিস, এমিরেটস ও ইত্তেহাদ।
সংশ্নিষ্ট বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার তল্লাশী করে যুক্তরাজ্য ফেরত ১৬ যাত্রীকে শনাক্ত করে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ কর্মীরা। এসময় বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীদেরকে পাঠানো হয় রাজধানীর আশকোনা হজ্বক্যাম্প ও দিয়াবাড়ী এলাকায় অবস্থিত কোয়ারেন্টাইনে।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ডিউটি ডাক্তার সমকালকে বলেন, গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে সরকার। এর ধারাবাহিকতায় শনিবার যুক্তরাজ্য ফেরত ১৬ যাত্রীকে কোয়ারেন্টাইনো পাঠানো হয়।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচএম তৌহিদুল আহসান বলেন, যুক্তরাজ্য থেকে যারা ফিরে আসছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা শুরু করেছে সরকার। মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে যারা যুক্তরাজ্য থেকে আসবেন তারা ঢাকার দিয়াবাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকতে পারবেন ১৪ দিন।
তিনি বলেন, যারা দিয়াবাড়ি এবং আশকোনায় থাকতে চান না তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে তবে সেটা নিজস্ব খরচে। তিনি জানান, শনিবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ১৬ যাত্রী। এর আগে গত শুক্রবার যুক্তরাজ্য থেকে ১৩ জন এসেছেন। এ নিয়ে গত ২ দিনে ২৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।