পিকে হালদারের সহযোগী শংখ বেপারী গ্রেপ্তার

শংখ বেপারী, ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৮:০১
বিদেশে পলাতক অর্থ আত্মসাৎ মামলার আসামি পিকে হালদারের সহযোগী শংখ বেপারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পিকে হালদারের কোটি টাকার ফ্ল্যাটসহ বিভিন্ন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে দুর্নীতির আমলযোগ্য তথ্য পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী মো. সালাহউদ্দিন।
তদন্ত কর্মকর্তা সোমবারই তাকে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সোপর্দ করে তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এই আবেদন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুদক সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, শংখ ব্যাপারী প্রশান্তের ঘনিষ্ঠ সহযোগী। তার অর্থায়নেই শংখ বেপারীর নামে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় একটি দামি, আলিশান ফ্ল্যাট কেনা হয়েছে। তাকে গ্রেপ্তার করলে তার নামে আরও সম্পদ পাওয়া যাবে। এ কারণেইে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২৭১ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে চলতি বছরের ৮ জানুয়ারি মামলা করেন। মামলাটি তদন্ত করছেন উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
এ তদন্ত পর্যায়ে প্রশান্তের এক সহযেগীকে গ্রেফতার করা হলো। প্রশান্তের দুর্নীতির অন্য সহযোগীদের খোঁজা হচ্ছে। একইসঙ্গে প্রশান্তের বান্ধবী ও তাদের সম্পদেরও খোঁজ করছে দুদক।
জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিকে হালদারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরও তিনি দুদকের চোখে ধুলো দিয়ে বিদেশে পালিয়েছেন।
- বিষয় :
- পিকে হালদার
- দুদক
- দুর্নীতি দমন কমিশন