আমরণ অনশনের হুমকি বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৭:৪৬
দেশের ৩১৫টি বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স কোর্স উঠিয়ে দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এমপিওভুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এই হুমিকি দেন।
'বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনে'র ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে অনার্স-মাস্টার্স কোর্সের পরিবর্তে শর্ট কোর্স চালু নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া বক্তব্যের কারণে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এ সময় অনার্স-মাস্টার্স চালু থাকা দেশের ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়।
শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্সের পরিবর্তে শর্ট কোর্সের কথা বলা হয়েছে। এখনও সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি মন্ত্রণালয়। এটা বাস্তবায়ন হলে ২৮ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধা ছাড়া উচ্চ শিক্ষা দেয়ে যাওয়া শিক্ষকদের কী হবে।
সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক হারুন অর রশিদ অভিযোগ করেন, বেসরকারি অনেকগুলো অনার্স-মাস্টার্স কলেজ সরকারি হয়েছে। আর তারা সামান্য এমপিও পাচ্ছেন না। একই যোগ্যতা নিয়ে কেউ সরকারি শিক্ষক আর কেউ সরকারি কোন সুযোগ-সুবিধা পাবে না, তা কীভাবে হয়?
সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, সর্বশেষ ২০১৮ সালে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল। এখন উল্টো বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স তুলে দেওয়া হচ্ছে। সাড়ে ৫ হাজার শিক্ষকের এখন কী ব্যবস্থা হবে, তা মোটেও স্পষ্ট নয়। এই শিক্ষকদের এমপিওভুক্ত করা না হলে আমরা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করবো। সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।