কারাগারে বন্দির নারীসঙ্গ: জেল সুপার ও জেলারকেও প্রত্যাহার

ভিডিও থেকে নেওয়া ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০১:৫২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০২:২৩
গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ থাকা এক বন্দির নারীসঙ্গের ঘটনায় কারাগারের জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে।
কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তের স্বার্থে কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় এর আগে কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট প্রশিক্ষক আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।
কাশিমপুর কারাগার-১ এ থাকা ওই বন্দির নাম তুষার আহমেদ। তিনি হলমার্কের জিএম ছিলেন। তুষার হলমার্ক কেলেঙ্কারির মূলহোতা তানভীর মাহমুদের ভায়রা।