ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মায়ের অসুস্থতার খবর প্রকাশে ঋতুপর্ণার অস্বস্তি 

মায়ের অসুস্থতার খবর প্রকাশে ঋতুপর্ণার অস্বস্তি 

ঋতুপর্না চাকমা ও তার মা বসুপতি চাকমা। ছবি: ঋতুপর্নার ফেসবুক থেকে নেওয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ২১:৩২ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ২১:৫৪

ছয়-সাত মাস আগে মা বসুপতি চাকমার অসুস্থতার খবর পান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এরপরই মায়ের চিকিৎসা শুরু করে দেন তারা। ভেঙ্গে পড়বেন ভেবে মাকে অসুখের খবরটিও জানাননি।

অথচ মায়ের অসুস্থতা ও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ঋতুপর্ণা এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম। যা ঋতুপর্ণা ও তার পরিবারকে অস্বস্তিতে ফেলেছে এবং পারিবারিক গোপনীয়তা ক্ষুন্ন হয়েছে বলে সমকালের কাছে অভিযোগ করেছেন এই ফুটবলার।

ভুটান থেকে সমকালের কাছে নিজের কষ্টের কথা জানিয়ে ২১ বছর বয়সী উইঙ্গার ঋতুপর্ণা বলেন, ‘মা যে অসুস্থ আমি কাউকে বলিনি। কিছু মিডিয়া আমার বাড়িতে গিয়ে নিউজ করেছে। যার কারণে এটা প্রকাশ হয়ে গেছে। আমি কখনো বলতাম না মিডিয়াতে। কারণ মা-ই জানে না তার কী অসুখ।

অসুস্থ থাকা স্বত্ত্বেও মা আমাদের জন্য সবসময় চিন্তা করেন। এমনিতেই ভাই মারা যাওয়ার পর উনি অনেক ভেঙে পড়েছেন। এর উপর মিডিয়াগুলো দেখছি লিখেলে- টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না আমরা। এই জিনিসটা আমার অনেক খারাপ লেগেছে।’

এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে বাংলাদেশ নারী ফুটবল দল রোববার রাত ২টায় দেশে ফেরেন। এরপর বাফুফে রাত ৩টার পরে তাদের সংবর্ধনা দেয়। সোমবার সকালেই ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। ভুটানের এফসি পারোতে খেলছেন ঋতুপর্ণা। ক্লাবের অনুশীলন শুরু হওয়ায় দেশে ফিরে বিশ্রামও নিতে পারেননি তিনি।

আরও পড়ুন

×