ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সমকালে আফঈদা-স্বপ্না, শোনালেন বিজয়ের গল্প

সমকালে আফঈদা-স্বপ্না, শোনালেন বিজয়ের গল্প

নারী ফুটবলার আফঈদা ও স্বপ্না সমকাল কার্যালয়ে।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৯:১২ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ২২:৪১

মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই পর্ব জিতে সোমবার দুপুরে সমকালে আসেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও মিডফিল্ডার স্বপ্না রানী। তাদের স্বাগত জানান সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এ সময় সমকাল কার্যালয় ঘুরে দেখেন দুই নারী ফুটবলার। প্রথমবারের মতো এশিয়া কাপে যাওয়ায় বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানান সমকাল সম্পাদক। 

চায়ের নিমন্ত্রণে আফঈদা-স্বপ্না শোনান তাদের এশিয়া কাপের মঞ্চে যাওয়ার কিছু অজানা গল্প। খুশি ভাগ করে নেন সমকালের সঙ্গে। ইয়াঙ্গুনে মিয়ানমারকে হারিয়েও স্বাগতিক দর্শকের প্রশংসা পেয়েছেন তারা। সেখানে ঋতুপর্ণার বাঁ পায়ের গোল দেখে মুগ্ধ হয়েছিল গ্যালারি। ‘মিয়ানমারে ঋতু আপা এখন হিরো। ওদের হারানোর পর সবাই ঋতু আপাকে নিয়ে আলোচনা করছিল। তাঁকে ঘিরে অনেক আগ্রহ সেখানকার দর্শকের।’

আফঈদা জানান কীভাবে সাতক্ষীরা থেকে জাতীয় দলে উঠে এসেছেন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মেয়ে স্বপ্না রানীও তাঁর উঠে আসার সংগ্রামের কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, ক্রীড়া প্রতিবেদক সাখাওয়াত হোসেন জয়সহ সমকালের বিভিন্ন বিভাগের কর্মীরা।

প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয়। সর্বশেষ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারানো। সমকালের পাতায় প্রকাশিত তাদের অর্জনের সেই খবরগুলো দেখেন দুই নারী ফুটবলার। জানান এখন তারা বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখছেন। মিয়ানমার থেকে ফেরার পর বাফুফের পক্ষ থেকে রোববার দিবাগত গভীর রাতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা দেওয়া হয় নারী ফুটবল দলকে। 

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে যাবেন আফঈদারা। তার আগে বিদেশে গিয়ে অনুশীলন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। জানান বয়সভিত্তিক সাফের আসর শুরু হচ্ছে আগামী সপ্তাহে। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার অংশ নেবেন।

আরও পড়ুন

×