হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা কুষ্টিয়ার সেই এসপির

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১৪:০১
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাত।
রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় তার পক্ষে ক্ষমা চেয়ে করা আবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি তানভীর। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসানের সঙ্গে বিরূপ আচরণ করায় এসপি তানভীর আরাফাতকে তলব করেছিলেন হাইকোর্ট। সোমবার তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে দিন ধার্য রয়েছে। গত ২০ জানুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।