ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পদ্মশ্রী পাচ্ছেন সনজীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী

পদ্মশ্রী পাচ্ছেন সনজীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী

সনজীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী জহির- ফাইল ফটো

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ১১:২৫

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। এছাড়া জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে পাচ্ছেন পদ্মবিভূষণ পুরস্কার।

সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের জন্য সাত জনকে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মবিভূষণ’, ১০ জনকে ‘পদ্মভূষণ’ এবং ১০২ জনকে ‘পদ্মশ্রী’ খেতাবের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

এরমধ্যে বাংলাদেশের সনজীদা খাতুন শিল্পকলায় এবং লফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির 'পাবলিক অ্যাফেয়ার্স' বা সরকারি সেবা ক্যাটাগরিতে চূড়ান্তভাবে পদ্মশ্রীর জন্য নির্বাচিত হয়েছেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেও সরকারি সেবায় এ বছর পদ্মবিভূষণ পাচ্ছেন। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, খেলাধুলা ও সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির ১৯৬৯ সালের শেষে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক একাডেমিতে সিনিয়র ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন। ১৯৭১-এর আগস্টে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন।

এর পরপরই আগস্টের শেষে তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ৪ নম্বর সেক্টরে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন। যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।

এর আগে ২০১৪ সালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পান।

আরও পড়ুন

×