ড্যাফোডিল ইউনিভার্সিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ১২:৫৭
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৪ ও ২৫ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
২৪ জানুয়ারি বিকেল তিনটায় প্রথম দিনের আয়োজনে ‘অনুভবে এবং অনুভূতিতে আমাদের বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, একাডেমক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর এম সামছুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডীন প্রফেসর ড. মাসুম ইকবাল, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। এরপর বিকেল সাড়ে ৪টায় ‘আমাদের বিশ্ববিদ্যালয়’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। তারা গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কল্পনাই করা যায় না। কিন্তু এ বছর মহামারির কারণে আমাদের সবুজ ক্যাম্পাসে সম্মিলিতভাবে মেতে ওঠা হলো না। তবে বিশ্ববিদ্যালয় খুললে সীমিত পরিসরে হলেও অনুষ্ঠান করার চেষ্টা করব।
ড. মো. সবুর খান বলেন, ১৯ বছরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফল্যের খাতায় অনেক অর্জন যুক্ত হয়েছে। সবুজ ক্যাম্পাস, বিশাল অবকাঠামো, শিক্ষার্থীদের জন্য হল, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, ইনোভেশন ল্যাব, আন্তর্জাতিক র্যাংকিয়ে স্থান করে নেওয়া ইত্যাদি সবকিছুই সম্ভব হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের দলবদ্ধ পরিশ্রমের কারণে। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান বলেন, আজ থেকে ১৮ বছর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি ভাড়া করা ভবনে যাত্রা শুরু করেছিল। সেই বিশ্ববিদ্যালয়ের এখন ১৫০ একরেরও বেশি জায়গাজুড়ে নিজস্ব ক্যাম্পাস আছে। এসবই সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে। এজন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।