ইংরেজি ভাষা শিক্ষা ও ফলিত ভাষা শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক হ্যান্ডবুক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৩:৫০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ | ০৭:২৪
'রাউথলেজ হ্যান্ডবুক অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন বাংলাদেশ' শীর্ষক ইংরেজি ভাষা শিক্ষা (ইএলটি) ও ফলিত ভাষা শিক্ষা বিষয়ে হ্যান্ডবুক সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাউথলেজ।
শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি হ্যান্ডবুকটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধ্যাপক শায়লা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এম মুনিনুর রশীদ, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. জুলফিকার হায়দার, আইএমএলের সহকারী অধ্যাপক মিয়া মো. নওশাদ কবির ও ইউল্যাবের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান খান বইটি সম্পাদনা করেছেন। বইয়ের মুখবন্ধ লিখেছেন সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক অ্যালাস্টার পেনিকুক। বইটিতে ইএলটি এবং ভাষানীতি, উত্তর উপনিবেশিকতা ইংরেজি শিক্ষার ইতিহাস, মতাদর্শ এবং মূল্যবোধের বিষয়ে বাংলাদেশের এবং ইএলটি শিল্পের দ্রুত বিকাশের ক্ষেত্রে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে।
হ্যান্ডবুকটিতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, সুইডেন ও অস্ট্রিয়াসহ দেশ-বিদেশের ৩৩ জন অভিজ্ঞ ও তরুণ ইংরেজি ভাষা শিক্ষাবিদ ও গবেষকদের বিভিন্ন ধরনের ২৭টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে।
হ্যান্ডবুকের প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনির প্রফেসর ইমেরিটাস অ্যালিস্টার পেনিকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফা রহমান। হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যালিস্টার পেনিকুক বলেন, এই অসম বিশ্বে পাশ্চাত্যের একটি নামী প্রকাশকের দ্বারা বাংলাদেশভিত্তিক একটি পূর্ণাঙ্গ হ্যান্ডবুক প্রকাশ করা একটি চ্যালেঞ্জিং কাজ। সম্পাদকবৃন্দ সে কাজটি করেছেন বলে তারা ধন্যবাদ প্রাপ্য।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম তার বক্তব্যে দেশে একটি ভাষা শিক্ষা নীতি প্রণয়ন করার আহ্বান জানান। প্রকাশনা অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ প্রো-উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ড. রাকিব চৌধুরী ও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ড. এম ওবায়দুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা অধ্যাপক শায়লা সুলতানার সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এম মনিনুর রশিদ।