ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়

সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে ৩ শিক্ষকের আইনি নোটিশ

সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে ৩ শিক্ষকের আইনি নোটিশ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ১০:২৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিন শিক্ষকের পক্ষে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপচার্য, রেজিস্ট্রারসহ ১০ জনের কাছে ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আদালতে প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্ত শিক্ষক হলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল। অপসারণ করা দুই শিক্ষক হলেন ইতিহাস ও সভ্যতা ডিসিপিল্গনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী এবং বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ওই তিন শিক্ষককে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে সংশ্নিষ্টদের চিঠি দেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, নোটিশে শিক্ষকরা আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ এবং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই গুরুদণ্ড প্রদানের অভিযোগ তুলেছেন।

শিক্ষকদের অবস্থান কর্মসূচি: খুলনা ব্যুরো জানিয়েছে, তিন শিক্ষককে চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অধ্যাপক অনির্বাণ মোস্তফা, অধ্যাপক দিলীপ দত্ত, অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরীসহ ১২-১৩ শিক্ষক অংশ নেন। তারা জানান, কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন তারা এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ: খুবি প্রতিনিধি জানান, একই দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, ইতোমধ্যে দেশের সব ছাত্রসমাজ, শিক্ষকমণ্ডলী, সচেতন নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কসহ অনেকেই তাদের সঙ্গে রয়েছেন। তাই তিন শিক্ষককে বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আরও পড়ুন

×