মানব পাচার মামলা
পাপুলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল

কাজী শহীদ ইসলাম পাপুল- ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ১১:৩৪
মানব পাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ মার্চ ধার্য করেছেন আদালত।
রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা করেন। মামলায় বলা হয়েছে, আসামিরা মানব পাচারকারী চক্রের সদস্য। মানব পাচারের মাধ্যমে তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। এর সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।