বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি লিটু, সম্পাদক আলিফ

তারিক লিটু ও ইয়ামিনুল হাসান আলিফ (ডানে)
বশেমুরবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাবের ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা তারিক লিটুকে সভাপতি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার দুপুরে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ বছর করোনার কারণে অনলাইনে ভোটগ্রহণের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তানবির আলম খান (দৈনিক আজকালের খবর), যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান (দৈনিক বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক সিনথিয়া সুমি (দৈনিক বাংলাদেশের আলো), কোষাধ্যক্ষ সিফাত রাকা (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক রাজু আহমেদ (দৈনিক জবাবদিহি), অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সজিবুর রহমান সজিব (দৈনিক নয়া দিগন্ত)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জুবায়ের আহামেদ (দৈনিক আলোকিত সকাল) ও অশিত মন্ডল (দৈনিক যায়যায়দিন)।
উল্লেখ্য, ‘সত্যের পথে আমরা নির্ভীক’ স্লোগান নিয়ে ২০১৬ সালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারিক লিটুর হাত ধরে আত্মপ্রকাশ করে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা।