বৈশ্বিক 'থিংক ট্যাংকের' তালিকায় ব্র্যাকের বিআইডিজি

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:১৯
পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 'গ্লোবাল গো টু থিংক ট্যাংক ইনডেক্স রিপোর্টে' জায়গা পেয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে ট্র্যান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্ন্যান্স থিংক ট্যাংকস ক্যাটাগরিতে ৪০তম ও সোশ্যাল পলিসি থিংক ট্যাংকসে ১২০ এ জায়গা করে নিয়েছে বিআইজিডি।
২০০৬ সাল থেকে প্রতি বছর পেনিসিলভানিয়া বিশ্ব্যবিদ্যালয়ের থিংক ট্যাংক অ্যান্ড সিভিল সোসাইটি প্রোগ্রাম (টিটিসিএসপি) রিপোর্টটি প্রকাশ করে। বিশ্বের সকল গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের অঞ্চল, গবেষণার বিষয়বস্তু এবং অর্জনের উপর ভিত্তি করে রিপোর্টটি করা হয়।
এতে প্রায় চার হাজার নীতি-নির্ধারক, সাংবাদিক, সরকারী-বেসরকারী দাতা সংস্থা, কার্যকর ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মতামতকে মূল্যায়ন করা হয়। এরপর পেশাদার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি প্যানেল পর্যালোচনা ও নিরীক্ষা করে মূল র্যাংকিং প্রকাশ করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি সুশাসন বিকাশে উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে সুষ্ঠু সমাজব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করে। এতে গবেষণাকে ব্যবহার করে নীতি নির্ধারনে ভূমিকা রাখা ও উন্নয়নে গুণগত শিক্ষা কর্মসূচীকে গুরুত্ব দেওয়া হয়। বিআইডিজির এই স্বীকৃতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ভিনসেন্ট চ্যাং জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত এবং বৈশ্বিকভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন গবেষণা ও প্রকল্পে যুক্ত হতে তারা বদ্ধপরিকর। সংবাদ বিজ্ঞপ্তি