চলচ্চিত্র ও নাটকে শিল্পীদের ধূমপান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪৯ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১১:০২
চলচ্চিত্র ও নাটকে প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে অভিনয়ের সময় শিল্পীদের ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, মাদকবিরোধী সংগঠন 'প্রত্যাশা' এবং পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন বুধবার আদালতে এ রিট দায়ের করেন।
রিটে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী লিংকন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সংক্রান্ত আইন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা অকার্যকর। ফলে দেশে এ জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার ও আইন লঙ্ঘনের মহোৎসব চলছে। এ জন্য প্রতিকার চেয়ে রিট করা হয়েছে।
এর আগে গত বছরের ১১ মার্চ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ১৪(২) ধারা সংশোধন এবং আইনের যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।