ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিজিৎ হত্যা: সব আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

অভিজিৎ হত্যা: সব আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪৪

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে যুক্তি উপস্থাপন করে ছয় আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করে রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করে। এদিন তা শেষ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। 

বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন কৌঁসুলি গোলাম সারোয়ার খান জাকির। 

এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৪ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ১৩ মার্চ আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর গত ১ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে সস্ত্রীক ফেরার পথে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অভিজিৎ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলো- চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ, আকরাম হোসেন ওরফে আবির, আরাফাত রহমান ও শফিউর রহমান ফারাবি।

আরও পড়ুন

×