কোভ্যাক্সও দিচ্ছে অক্সফোর্ডের টিকা

সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১৪:৩০
আগামী জুনের মধ্যে বাংলাদেশ কোভ্যাক্স থেকে সোয়া কোটি কোভিড-১৯ এর টিকা পেতে পারে। এই টিকাও ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্ম। এর আগে বলা হয়েছিল কোভ্যাক্স থেকে ফাইজারের টিকা পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স। বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে এই জোট গঠিত হয়েছে।
বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের যে তালিকা কোভ্যাক্স প্রকাশ করেছে তাতে দেখা যায়, জুনে বাংলাদেশ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। তালিকায় দেখা গেছে, বাংলাদেশ অক্সফোর্ডের টিকাই পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা টিকা বাংলাদেশ নেবে কি-না, তা জানতে চেয়ে গত মাসে চিঠি দিয়েছিল কোভ্যাক্স। তাদের চিঠিতে বাংলাদেশ ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিতে চাইলে ১৮ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছিল। জবাবে বাংলাদেশ সরকার ওই টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
অক্সফোর্ডের টিকার চেয়ে ফাইজারের টিকা বেশি কার্যকর। তবে ফাইজারের টিকা নিয়ে বর্তমানে ইউরোপে কাড়াকাড়ি চলছে। এরই মধ্যেই কোভ্যাক্স জানাল তারা বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেবে।
- বিষয় :
- অক্সফোর্ডের টিকা
- করোনার টিকা
- কোভ্যাক্সিন