ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এইচএসসির ফল: খুশি নন ১৫ হাজার পরীক্ষার্থী

এইচএসসির ফল: খুশি নন ১৫ হাজার পরীক্ষার্থী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১৭

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে আগের দুই পাবলিক পরীক্ষার ফল গড় করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে বিশেষ মূল্যায়ন করে এ ফল দেওয়া হয়। এতে এ বছর সারাদেশে শতভাগ শিক্ষার্থীই পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজারের বেশি। তার পরও ফলে সন্তুষ্ট নন প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। তারা ফল পরিবর্তনের জন্য শিক্ষা বোর্ডে 'রিভিউ' আবেদন করেছেন।

গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। পরের দিন ৩১ জানুয়ারি থেকে ফল রিভিউ করার সুযোগ দেয় বোর্ডগুলো। শনিবার রাত ১২টা পর্যন্ত ছিল আবেদন করার সুযোগ।

শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, ফল রিভিউ করেছেন সারাদেশের মোট ১৪ হাজার ৬৯২ শিক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবচেয়ে বেশি। বোর্ডওয়ারি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে রিভিউ আবেদন সবচেয়ে বেশি। তবে রিভিউ করা শিক্ষার্থীদের ফল কবে প্রকাশ করা হবে তা এখনও জানানো হয়নি।

এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েও এইচএসসিতে জিপিএ ৫ পাননি ৩৯৬ শিক্ষার্থী। এ শিক্ষার্থীরা কেন জিপিএ পাননি তার ব্যাখ্যা লিখিতভাবে দেবে শিক্ষা বোর্ডগুলো। যারা বোর্ডে আবেদন করেছেন তাদের লিখিতভাবে জানানো হচ্ছে। ৩০ জানুয়ারি প্রকাশিত এইচএসসির ফলে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাননি এমন ১৭ হাজার ৪৩ শিক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন।

আরও পড়ুন

×