উন্নয়ন প্রকল্পে প্রশাসন থেকে পিডি নিয়োগের উদ্যোগ বন্ধের দাবি প্রকৌশলীদের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১১
উন্নয়ন প্রকল্পে প্রশাসন থেকে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের সরকারি উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)।
রোববার রাতে আইইবি মিলনায়তনে আইইবি'র সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার (এসএন্ডডব্লিউ) কমিটির জরুরি বর্ধিত সভায় সরকারের এ ধরনের চিন্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রকৌশলীরা।
তারা বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে বেশিরভাগ কাজই হলো প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর। এসব প্রকল্প বাস্তবায়নে যে কারিগরি জ্ঞান ও প্রকৌশলী দক্ষতা প্রয়োজন তা প্রশাসনের কর্মকর্তাদের থাকে না। একজন প্রকৌশলী ১০-১৫ বছর চাকরি করে প্রকল্প বাস্তবায়নের জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তাই প্রকৌশলীদের বাইরের কোনো কর্মকর্তাকে উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ করা হলে সুষ্ঠু উন্নয়ন ব্যাহত হবে।
সভায় সভাপতিত্ব করেন আইইবি'র ভাইস প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী এস.এম. মনজুরুল হক মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি'র সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ। এ সময় বিভিন্ন দফতরের প্রকৌশলীরা বক্তব্য দেন।
তারা বলেন, দেশে চলমান টেকনিক্যাল উন্নয়ন প্রকল্পগুলোতে প্রশাসন থেকে পিডি নিয়োগ না দিয়ে দেশের প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে। সব ধরনের টেকনিক্যাল প্রকল্পের পিডি যদি প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয় তাহলে দেশের উন্নয়ন কাজ আরো গতি পাবে। যেসব টেকনিক্যাল প্রকল্পের পিডি পদে এখনো প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়নি সেসব পদে প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার দাবি জানান প্রকৌশলীরা।