সস্ত্রীক করোনার টিকা নিলেন উপমন্ত্রী শামীম

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৪৫
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছেন। সোমবার সকালে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন। একই সময়ে তার স্ত্রী তাহমিনা খাতুন শিলু টিকা নেন।
এর আগে তারা সেখানে নির্ধারিত টিকা বুথে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজ হাতেই প্রয়োজনীয় ফরম পূরণ করেন।
টিকা নেওয়ার পর উপমন্ত্রী শামীম সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করেন। পরে তিনি মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় অংশ নেন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, প্রথম ডোজের টিকা নেওয়ার পর তিনি ও তার স্ত্রী সম্পূর্ণ স্বাভাবিক আছেন। তিনি অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই অফিস করেছেন এবং দিনের অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালো রাখার জন্য সার্বক্ষণিক চিন্তা করেন। আর এজন্যই অনেক উন্নত দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ার আগেই তিনি বাংলাদেশে তা শুরু করেছেন। অতি অল্প সময়ে দেশের প্রত্যেকটি এলাকায় এই টিকা প্রয়োগ শুরু হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- এনামুল হক শামীম