ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

অরিত্রীর আত্মহত্যা: সাক্ষ্য দিলেন প্রয়াতের বাবার সহকর্মী

অরিত্রীর আত্মহত্যা: সাক্ষ্য দিলেন প্রয়াতের বাবার সহকর্মী

অরিত্রী অধিকারী- ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার বাবা দিলীপ অধিকারীর সহকর্মী সঞ্জয় মিত্র আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সোমবার তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত আগামী ৩ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ নিয়ে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলার দুই আসামি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখাপ্রধান জিন্নাত আক্তার জামিনে আছেন।

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ২০১৮ সালের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করেন তার বাবা দিলীপ অধিকারী। ২০১৯ সালের ২০ মার্চ ওই দুই শিক্ষককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের নির্দয় ব্যবহার ও অশিক্ষকসুলভ আচরণে অরিত্রী আত্মহত্যার পথ বেছে নেয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×