ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টিকা নিলেন সালমান এফ রহমান

টিকা নিলেন সালমান এফ রহমান

টিকা নিচ্ছেন সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৩৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০০

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি টিকা নেন।

সালমান এফ রহমান ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন টিকা নেওয়ার খবর। এতে তিনি অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে তিনি বলেন, ‘আজকে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। আসুন নিজেরা টিকা নিই, অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করি। আপনার এ অবদান দেশ ও জাতির করোনাযুদ্ধ জয়ে ভূমিকা রাখবে।’

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকাদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে শুরু হয় টিকাদান।

ঢাকায় ৫০টি হাসপাতালে ৫০টি টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করছে।

গত ৪ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর চুক্তি অনুযায়ী সম্প্রতি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সেই টিকার প্রথম চালান দেশে আনে। অক্সফোর্ডের টিকা পেতে বাংলাদেশ সরকার সেরাম ও বেক্সিমকোর সঙ্গে চুক্তিতে রয়েছে।

আরও পড়ুন

×