পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন কেন বাতিল নয়: হাইকোর্ট

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩০
অর্থ ও মানবপাচারের মামলায় কুয়েতে দণ্ডিত লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে রাস্ট্রপক্ষ ও বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন আবেদনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার নথি জালিয়াতির বিষয়টি তদন্ত করতে দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। এর জন্য দুই মাস সময় দেওয়া হয়।
সোমবার আদালতে দুদকের আবেদনে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রাস্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী, কন্যা ও শ্যালিকার বিরুদ্ধে গত বছর ১১ নভেম্বর মামলা করে দুদক। পরে ১০ ডিসেম্বর উচ্চ আদালত জামিন আবেদন খারিজ করে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী আত্মসমর্পণের পর গত বছর ২৭ ডিসেম্বর তাদের জামিন দেন ঢাকার বিশেষ আদালত। পরে ওই জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
গত বছর ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শহিদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে সেখানে মানবপাচার ও অর্থপাচারের মামলা করে কুয়েত সিআইডি। ওই মামলায় চার বছরের সাজা হয়েছে পাপুলের।