আল জাজিরার মামলার আদেশ মঙ্গলবার

ছবি: ফাইল
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে 'মিথ্যা ও বানোয়াট' তথ্য প্রচারের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার মহাপরিচালক (এডিটিং কাউন্সিল) মোস্তফা সোউয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার এ মামলার আদেশের দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক বুধবার আদালতে মামলার আবেদন দাখিল করেন।
মামলায় অন্য আসামিরা হলেন-শায়ের জুলকারনাইন ওরফে সামি, ইনডিপেডেন্ট ওয়ার্ল্ড রিপোর্টের সম্পাদক তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।
মামলার আর্জিতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি রাতে প্রচারিত প্রতিবেদনে আসামিরা পরস্পর যোগসাজসে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহিতামুলক অপরাধে লিপ্ত আছেন।
আসামিরা তাদের এহেন অবৈধ ষড়যন্ত্রমুলক অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারকে প্রশ্নবিদ্ধ করে উৎখাত করার ষড়যন্ত্র চালাচ্ছে, যা বাংলাদেশের দণ্ডবিধির ১২৪/১২৪(এ)/১০৯/৩৪ ধারায় অপরাধ। এ পরিস্থিতিতে বিষয়টি সঠিকভাবে তদন্তের মাধ্যমে প্রকাশিত আসামিসহ তাদের নেপথ্যের মদদদাতা, অর্থের যোগানদাতা ও মুল পরিকল্পনাকারীদের নাম ঠিকানা উদঘাটনসহ উপযুক্ত আইনানুগ শাস্তির ব্যবস্থা হওয়া একান্ত প্রয়োজন।
অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের শামিল।