বিচ্ছিন্ন সহিংসতায় শেষ পঞ্চম ধাপের ভোট

বগুড়ার একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:০৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:১৯
পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ভোটে প্রাণহানিসহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কেন্দ্র দখল, বেশির ভাগ কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগে জামালপুর পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
নির্বাচন উপলক্ষে পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে ছিলেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ছিলেন ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
যে ২৯ পৌরসভায় ভোট: যশোরের কেশবপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; কিশোরগঞ্জের ভৈরব, জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; ময়মনসিংহের নান্দাইল, মানিকগঞ্জের সিংগাইর, গাজীপুরের কালীগঞ্জ, রংপুরের হারাগাছ, রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; চাঁপাইনবাবগঞ্জের নাচোল, বগুড়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুর সদর ও শিবচর, ভোলার সদর ও চরফ্যাশন, হবিগঞ্জ সদর, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রায়পুর এবং রংপুরের সৈয়দপুর পৌরসভা।
এসব পৌরসভায় ২৯১টি সাধারণ ওয়ার্ডে এক হাজার ২৭০ জন, ৯৭টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৪২ জন এবং ২৯টি মেয়র পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৬২৫টি ভোটকেন্দ্রের চার হাজার ২২৯ ভোটকক্ষে ১৩ লাখ ৮৪ হাজার ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর মধ্যে পুরুষ ছয় লাখ ৯৩ হাজার ৯০ এবং নারী ভোটার সাত লাখ ১১ হাজার ৮৫০ জন।
- বিষয় :
- পঞ্চম ধাপের ভোট
- পৌরসভায় ভোট