ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পূর্বের মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি

পূর্বের মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:২১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্বের মানদণ্ডে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান তারা। সমাবেশ থেকে আগামী মঙ্গলবার এসব দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি চেয়ারম্যান বরাববর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়। ‘২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থী’র ব্যানারে সমাবেশের আয়োজন করেন তারা।

সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী সানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে ভর্তিচ্ছুদের পক্ষে বক্তব্য রাখেন নারায়নগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মো. আবু হুরাইরা তানজিম, রাজধানীর মোহাম্মদপুর কলেজের শিক্ষার্থী ইসরাত চৌধুরী এবং কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া। এ ছাড়া ভর্তিচ্ছুদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে ভর্তিচ্ছুরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জিপিএ ০.৫০ বৃদ্ধি করে ৮.৫০, বাণিজ্য বিভাগে .৫০ বৃদ্ধি করে ৮.০০ এবং মানবিক বিভাগে ১.০০ বৃদ্ধি করে ৮.০০ করা হয়েছে। এতে অনেক ভর্তিচ্ছু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। এ ছাড়া গুচ্ছ পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ের কারণেও অনেক শিক্ষার্থী তাদের মেধার প্রমাণ দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।

তারা বলেন, ‘আমরা অন্তত নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ চাই। বিশ্ববিদ্যালয়গুলো এত শিক্ষার্থীকের ভর্তি পরীক্ষার সুযোগ না-ই দিতে পারতো, সেটা আগে বলে দিলেই হতো। তাহলে আমরা নিজেদের সময় ও অর্থ নষ্ট করে পরীক্ষা প্রস্তুতি নিতাম না ‘ এসময় তারা পূর্বের মানদণ্ডে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া এবং গুচ্ছ পরীক্ষায় প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা কঠোর আন্দোলনে যাবো। এতে যদি আমাদের কিছু হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো দায়ী থাকবে।’

সমাবেশে ভর্তিচ্ছুদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সানোয়ার হোসেন। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করা। একই দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ডাকযোগে স্মারকলিপি প্রেরণ করবেন তারা। এ ছাড়া একই দিনে গুচ্ছ পরীক্ষা প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবিতে সশরীরে ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

×