শ্রীলঙ্কা সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ছবি আইএসপিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২১ | ০৯:৫৪
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয় দিনের সফরে শ্রীলঙ্কা গেছেন। সফরসঙ্গী হিসেবে বিমানবাহিনী প্রধানের সঙ্গে তার স্ত্রী ছাড়াও আর দু'জন রয়েছেন। বুধবার বিমানবাহিনীর সি-১৩০ জে বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
শ্রীলঙ্কা বিমানবাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষে কমান্ডার অব দ্য শ্রীলঙ্কা এয়ারফোর্স, এয়ার মার্শাল এস কে পাথিরানার আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এ সফরে গেলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবাহিনীর প্রধান শ্রীলঙ্কা বিমানবাহিনীর বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা বিমানবাহিনীর ঘাঁটি কাটুনায়াকে পতাকা প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন। ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উপহার দেবেন।