কারামুক্ত হলেন ইরফান সেলিম

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১ | ১০:০০
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম।
বুধবার বিকেলে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জানান, জামিনের কাগজপত্র পাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ছয় মাস কারাগারে থাকার পর বুধবার মুক্তি পেয়ে ইরফান প্রথমে আজিমপুরে তার মায়ের কবর জিয়ারত করতে যান। পরে তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনে দাদার বাড়ীতে গিয়ে বিশ্রাম নেন।
ইরফানের বাবা হাজী সেলিম ও শ্বশুর একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের এমপি। তার মা গুলশান আরা সেলিমও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন।
গত বছরের ২৪ অক্টোবর ধানমণ্ডি এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। ইরফান তখন ওই গাড়িতে ছিলেন। পরে এ ঘটনায় ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। পরদিন পুরান ঢাকার দেবী দাস লেনে হাজী সেলিমের বাড়ি থেকে ইরফানকে আটক করা হয়। এ সময় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় মাদক ও অস্ত্র মামলা থেকে অব্যাহতি পান
ইরফান। তবে কর্মকর্তাকে মারধরের মামলায় গত ১১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে
চার্জশিট দেয় পুলিশ। এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে ২৫
এপ্রিল আপিল বিভাগও তার জামিন আদেশ বহাল রাখেন।
- বিষয় :
- ইরফান সেলিম
- আদালত