ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা স্থগিত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২১ | ০৩:২৪ | আপডেট: ২৯ মে ২০২১ | ০৩:২৪
আগামী ১, ২, ৩ ও ৫ জুন অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- বিষয় :
- শিক্ষা মন্ত্রণালয়
- বিজ্ঞপ্তি