সৌদিতে কোয়ারেন্টাইনের খরচ যাবে কর্মীর অ্যাকাউন্টে

সকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০৭:৩৪ | আপডেট: ০৬ জুন ২০২১ | ০৭:৩৪
সৌদি আরবে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার খরচ প্রবাসী কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে দেবে সরকার। কর্মী প্রতি সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে ভর্তুকি বাবদ দেওয়া হবে। শুধুমাত্র পুরনো কর্মীরা এ সুবিধা পাবেন। সোমবার থেকে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন কর্মীরা।
রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী যেসব বাংলাদেশি কর্মী ছুটি শেষে কর্মস্থলে ফিরে গত ২০ মে থেকে আগামী জুন পর্যন্ত বোধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করেছেন বা করবেন তাদের ওয়েজ আর্নার্স কল্যাণ থেকে ৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করা হবে।
ভর্ভুকির টাকা পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট
www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট www.bmet.gov.bd
থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। দেশের তিন আন্তর্জাতিক
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদনপত্র পাওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে বিএমইটির স্মার্টকার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি এবং কোয়ারেন্টাইনের পালনে হোটেল বুকিংয়ের ফটোকপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী ২০ মে থেকে অদ্যবতি সৌদি ফিরে গেছেন এবং
নিজ খরচে কোয়ারেন্টাইনে ছিলেন, তারাও একই নিয়মে আবেদন করে তা ৩০ জুনের
মধ্যে সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাসে, জেদ্দার কনস্যুলেট জেনারেলে ডাক
যোগে জমা দিতে পারবেন।
- বিষয় :
- সৌদি
- কোয়ারেন্টাইন