অর্থপাচারকারীদের নামের তালিকা প্রকাশের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২১ | ০৭:৫২ | আপডেট: ০৯ জুন ২০২১ | ০৮:৪৭
বিদেশে অর্থপাচারকারীদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কানাডার বেগমপাড়াসহ বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের নামের তালিকা জাতির সামনে দ্রুত প্রকাশের দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট ভাস্কর রাশা, মঞ্চের ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীন, সহ-সভাপতি রোমান হোসাইন, শাহীন মাতবর, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিফুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক শেখ মাসুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে ভাস্কর শিল্পী রাশা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর বাংলাদেশে দুর্নীতিবাজদের কোন ঠাঁই হবে না। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কানাডার বেগমপাড়াসহ বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা এখন নব্য রাজাকারে পরিণত হয়েছে। এরা দেশ ও জাতির প্রকৃত শত্রু।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও দুদকের দায়িত্ব হচ্ছে বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে সেই অর্থ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দুদক, বাংলাদেশ ব্যাংক অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করলে কখনোই বিদেশে অর্থ পাচার হতো না। অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলে আমরা মনে করি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা বিদেশে অর্থ পাচারকারীদের সকল তথ্য জাতির সামনে দ্রুত প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, কেউ আইনের ঊর্দ্ধে নয়। আইনের দৃষ্টিতে সকলেই সমান। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী যারাই অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী দুর্নীতিবাজদের নামের তালিকা জাতির সামনে দ্রুত প্রকাশের দাবি জানাচ্ছি। বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। আমরা কখনোই এসব দুর্নীতিবাজদের দেশবিরোধী কর্মকাণ্ড মেনে নেব না।
মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় এক ঘন্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সংগঠনের তিনজন প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ওয়ারিসুল ইসলাম। স্মারকলিপি হস্তান্তরের সময় প্রতিনিধি দলে ছিলেন শিল্পী রাশা, আমিনুল ইসলাম বুলবুল ও মো. আল মামুন।