হজ নিয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বার্তা এখনও মেলেনি: ধর্ম প্রতিমন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২১ | ১০:১৮ | আপডেট: ০৯ জুন ২০২১ | ১০:২৩
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, হজ বিষয়ে সৌদি আরবের বাদশাহর কাছ থেকে এখনও কোনো বার্তা আসেনি। তাই বাংলাদেশিদের হজযাত্রা নিয়ে শঙ্কা এখনও কাটেনি।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ফরিদুল হক বলেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবেন কিনা, সে ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। সৌদি বাদশাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বার্তা এখনও আসেনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সেগুলো মিথ্যা ও বানোয়াট। তবে কোনো সুযোগ এলে তার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।
গত বৃহস্পতিবার সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশিরা হজে যেতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি স্বল্পসংখ্যক হজযাত্রী সৌদি সরকার নেয়, সে ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এ কারণে নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক হবে না।
- বিষয় :
- ধর্ম প্রতিমন্ত্রী
- মো. ফরিদুল হক খান
- হজ