ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবারও বাতিল হতে পারে প্রাথমিক সমাপনী পরীক্ষা

এবারও বাতিল হতে পারে প্রাথমিক সমাপনী পরীক্ষা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১ | ১০:০০

করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় গতবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছিল। একইসঙ্গে বাতিল করা হয় প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষাও। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষাও বাতিল করা হতে পারে।

শিক্ষাবর্ষের ছয় মাস এরই মধ্যে অতিবাহিত হয়েছে। একদিনও সম্ভব হয়নি ক্লাস নেওয়ার। উদ্ভূত পরিস্থিতিতে করোনা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। আগামী দুই মাসের মধ্যে বিদ্যালয় খোলা সম্ভব না হলে এ বছরের সমাপনী পরীক্ষাও বাতিলের কথা ভাবা হচ্ছে।

তবে গতবারের মতো এ বছর ‘অটোপাস’ দেওয়া হবে না। ভিন্ন কোনো পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ও বার্ষিক পরীক্ষা বাতিল হলে শিক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয় খুলে দিয়ে সংক্ষিপ্ত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী ছাত্রছাত্রীদের ক্লাস রুমেই পড়ানো হবে। এভাবে তাদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। এছাড়া বিদ্যালয় খোলা সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) রতন চন্দ্র পণ্ডিত সমকালকে বলেন, করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখা হচ্ছে। সরকার কোনোভাবেই অটোপাস দিতে রাজি নয়। তাই আগামী অক্টোবরের মধ্যে বিদ্যালয়গুলো খুলে দেওয়া সম্ভব হলে সংক্ষিপ্ত আকারে হলেও প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে। সেটা কোনোভাবেই সম্ভব না হলে গতবছরের মতো অটোপাস না দিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের উন্নীত করা হবে। এ জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও নানা মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়া হচ্ছে। বাসার কাজ হিসেবে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ওয়ার্কশিট পৌঁছে দিচ্ছেন শিক্ষকরা। সপ্তাহ শেষে সেগুলো জমা নিয়ে শিক্ষকরা মূল্যায়ন করছেন। আর হাতে এখনও অনেক সময় রয়েছে। নিশ্চয়ই দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দ্রুত বিদ্যালয় খুলে পাঠদান শুরু করা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পিইসি বাতিল হলে ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও নেওয়া হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, এ ব্যাপারে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

আরও পড়ুন

×