ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ জানতে লিগ্যাল নোটিশ

ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ জানতে লিগ্যাল নোটিশ

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৬:৫৬ | আপডেট: ২২ জুন ২০২১ | ০৮:২৫

ফোনে আড়িপাতা বন্ধে নেওয়া সরকারের পদক্ষেপ জানতে চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ১০ জন আইনজীবী। নোটিশে সাত দিনের মধ্যে এর জবাব না দেওয়া হলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওই আইনজীবীদের পক্ষে মোহাম্মদ শিশির মনির মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বরাবর এ নোটিশ পাঠান। এতে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সংঘটিত ১৬টি আড়িপাতার ঘটনা উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে চিঠিপত্র এবং যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে।

আরও পড়ুন

×