ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উন্মুক্ত জায়গায় সরেনি কাঁচাবাজার

উন্মুক্ত জায়গায় সরেনি কাঁচাবাজার

রাজধানীর একটি কাঁচাবাজার (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৬:১১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। বৃহস্পতিবার থেকে আগামী সাতদিন সরকারের নির্দেশনা অনুযায়ী উম্মুক্ত স্থানে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার কথা। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা গেছে, আগের স্থানেই বাজার বসেছে। বৃষ্টির কারণে নিত্যপণ্যের দোকান দূরের কথা কাঁচাবাজার সরানো যায়নি বলে জানান ব্যবসায়ীরা।

রাজধানীর মিরপুর-১, উত্তর পীরেরবাগ, আগারগাঁও কাঁচাবাজার, কারওয়ান বাজার, সেগুনবাগিচা কাঁচাবাজার, রামপুরাকাঁচা বাজার, মহাখালী কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজার উম্মুক্ত স্থানে সরেনি। আগের স্থানে দোকান খোলা রেখে বেচাকেনা করেছেন বিক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, এখন বর্ষা মৌসুম চলছে। এই সময়ে বৈরী আবহাওয়ার কারণে উম্মুক্ত স্থানে নেওয়া সম্ভব হয়নি। তবে সরকারের নির্দেশনা মেনে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। তারা বলেন, বাজার খোলা থাকলেও ক্রেতা অন্য দিনের তুলনায় তিন ভাগের একভাগ এসেছে। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে বাজারের মধ্যে বেচাকেনা করা সম্ভব হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজার ক্ষুদ্র আড়ত মালিক সমিতি ও কিচেন মার্কেট সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন সমকালকে বলেন, এমন বৈরী আবহাওয়ায় উম্মুক্ত স্থানে দোকান সরিয়ে চালু রাখা সম্ভব হয়নি। তবে কঠোর লকডাউন থাকায় বাসা থেকে ক্রেতারা তেমন বের হয়নি। ক্রেতা কম আসায় স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা সম্ভব হয়েছে। এই মৌসুমে খোলা জায়গায় দোকান নেওয়া সম্ভব হবে না। তাছাড়া রাজধানীর বেশিরভাগ মার্কেটের পাশে খোলা জায়গা নেই। আবার সড়কে উম্মুক্তভাবে দোকান করা যাবে না। সেক্ষেত্রে টিনের ছাউনি দিয়ে সড়কে দোকান বসলে তাদের পরে ফেরত আনা কঠিন হবে। তখন সড়ক দখলের প্রবণতা তৈরি হতে পারে। এ কারণে মার্কেট কমিটি স্বাস্থ্যবিধি মেনে বাজারের মধ্যে বেচাকেনা করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

×